বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনিমেল’-্এখন আলোচনার তুঙ্গে। সিনেমার মেকিং নিয়ে নয়, বরং এর ব্যবসা, বাংলাদেশে মুক্তি এবং রণবীবের সাথে অভিনেত্রী তৃপ্তি ডিমরির নগ্নদৃশ্যে অভিনয়, ইত্যকার নানান বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমাটিতে দেখানো হয়েছে উগ্র পুরুষত্ব, নরীবিদ্বেষ এবং হিংস্রতা। ইতিমধ্যেই এসব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সমালোচকরা। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। বলা যেতে পারে ‘অ্যানিম্যাল’ সিনেমাটি সাম্প্রতিক সময়ে বলিউডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
এই সিনেমায় মাধ্যমে অভিনেত্রী তৃপ্তি ডিমরির জনপ্রিয়তা এক লাফে বেড়ে গেছে অনেকগুণ। পাশাপাশি তার অভিনীত জোয়া চরিত্রটি এখন সবার মুখরচক আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারী ৬ লক্ষ অনুসারী থেকে এক লাফে পৌছেছে ২০ লক্ষে।
এই বিপুল জনপ্রিয়তা এবং বিতর্কের পেছনের কারণ খুব পরিস্কার। রণবীরের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় কিংবা অভিনেতার জুতোয় জিভ ছোঁয়ানো নিয়ে সংলাপ ভালোভাবে নেয়নি সমালোচকেরা। এ বিষয়ে অভিনেত্রীর সাফ জবাব এ রকম- ‘দেখুন আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিজে থেকেই, কেউ আমাকে বাধ্য করেনি। আমার এ পেশায় আসার কারণ, এটা আমার ভালো লাগে। আমি যখন অভিনয় করি, অভিনয়ে একটি চরিত্রকে ফুটিয়ে তুলি সেটি আমাকে আত্মতৃপ্তি দেয়।’