কোলকাতায় একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন বাংলাদেশের জয়া আহসান। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’ দিয়ে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার। জানা গেছে, আসছে ৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পাচ্ছে কড়ক সিং। পরিচালক জানিয়েছেন, তাঁর পরের সিনেমাতেও থাকতে যাচ্ছেন জয়া।
নির্মাতা অনিরুদ্ধর সিনেমা ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলা সিনেমা দিয়ে। তবে এখন তিনি হিন্দি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত।
নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে অনিরুদ্ধ বলেন, ‘দুটো বাংলা ছবি করব আগামী বছরের মধ্যে। একটি ‘কাফে কিনারা’। ছয় কি সাত বছর ধরে ছবিটা নিয়ে চিন্তাভাবনা চলছে। আরেকটা ছবির মূল গল্প একজন মা এবং তার মেয়েকে ঘিরে। অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত নয়, তবে জয়া আহসানের থাকার সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে তার। শুধু তাই নয়, তার সিনেমা ‘কাফে কিনারা’য় বাংলাদেশের আরো অভিনয়শিল্পীদের নাকি দেখা যেতে পারে।