২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকার জন্য অদ্ভূত কান্ড টম ক্রুজের

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

টম ক্রুজের সঙ্গে এলসিনা খায়রোভার প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন যাবৎ। এরই মাঝে এক অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন টম। যা সাড়া ফেলেছে ভক্ত অনুরাগীদের মধ্যে। আর সেই অদ্ভূত কান্ডটি হলো- এলসিনার সঙ্গে ডেটিং করতে গিয়ে পুরো একটা রেস্তরাঁর একটা ফ্লোর ভাড়া করে ফেলেছেন তিনি।

সম্প্রতি প্রেমিকা এলসিনাকে নিয়ে লন্ডনের বিলাসবহুল রেস্তরাঁ নোভিকভ-এ ডিনারে গিয়েছিলেন টম। আর তখনই ঘটান এক কান্ড। কোনো এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, রেস্তোরাতে তারা একে-অপরের সাথে ঘনিষ্ঠভাবে বসেছিলেন। এদিন এলসিনা পরেছিলেন ঝকমকে পোশাক। সঙ্গে কালো রঙের ফার কোট।

প্রেম করতে গেলেও টম কিন্তু তার নিরাপত্তারক্ষীদের সাথে নিতে ভোলেননি। আর তাই টম  ক্রুজের নিরাপত্তারক্ষীরা সার্বক্ষণিকভাবে অভিনেতার ধারেকাছেই ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর