কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য মনে করেন, ‘পরকীয়া সুস্থতার লক্ষণ’। তিনি বলেন, ‘কেন পরকীয়া আটকাতে হবে। এটা তো জীবনের স্বাভাবিক ধর্ম। রামায়ণ-মহাভারতের সময়েও পরকীয়া ছিল, এখনও আছে। জীবনের যে কোনো সময়ে যে কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলেই জীবনে আর কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালেন্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এটা কখনোই কোনো অপরাধ নয়।’
অপরাজিতার মতে, বিয়ের পর কিংবা সম্পর্কে থাকাকালীন সময়েও অন্য কারো প্রতি ভালো লাগা তৈরি হতে পারে। অভিনেত্রীর ভাষায়, ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাচায় বন্দি রাখা ঠিক নয়। শুধু কাউকে না ঠকালেই হবে।’