২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্দাম নগ্নতার ছবি ’অ্যানিমেল’ এর ঈর্ষনীয় ব্যবসা

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অ্যানিমেল রীতিমত ঝড় তুলেছে। অ্যানিমেল মানে প্রাণী নয়, রণবীর কাপুর অভিনীত নতুন হিন্দি সিনেমার কথা বলছি। অবিশ্বাস্যভাবে বিশ্বজুড়ে ছবিটি এরই মাঝে আয় করে ফেলেছে ৭১৭ কোটি রুপি।

প্রযোজনা সংস্থার দেয়া তথ্যমতে, ১ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি  গত ১০ দিনেই করেছে এ আয়। আর শুধুমাত্র ভারতেই আয় করেছে ৫১৬ কোটি রুপি। জানা গেছে, গোটা বলিউড সিনেমার ইতিহাসে বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৭ নম্বরে আছে ‘অ্যানিমেল’। এর আগে এই তালিকায় যথাক্রমে রয়েছে ‘দঙ্গল’, ‘জওয়ান’, ‘পাঠান’ ‘বাজরাঙ্গি ভাইজান’, সিক্রেট সুপারস্টার আর ‘পিকে’।

অ্যানিমেল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি। রণবীর ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছে রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া সহ আরো অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটির প্রযোজক গুলশান কুমার এত অল্পসময়েই অ্যানিমেলের এই বিশাল আয়ে স্বভাবতই মহাখুশি ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর