২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চলছে শাকিব খানের নতুন ধামাকা ’রাজকুমার’-এর শুটিং

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
শাকিব খানের আসন্ন মুভি রাজকুমারের শুটিং চলছে। এ ছবির প্রযোজক মহামান্য রাস্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু-র ছেলে মোঃ আরশাদ আদনান রনি। পিতার জন্মদিনকে স্মরণে রেখে সেদিনই  শুরু করা হয় এ মুভির শুটিং। সিনেমাটি পরিচালনা করছে হিমেল আশরাফ।
শাকিবখানের বিপরীতে এ মুভিতে নায়িকা হিসেবে থাকবে এক বিদেশীনি, নাম  কোর্টনি কফি।  মুভির শুটিংয়ের উদ্দেশ্য কিছুদিনের মধ্যেই তিনি বাংলাদেশে আসতে চলেছেন!  পরিচালক হিমেল আশরাফের ভাষ্য থেকে জানা গেছে, এই সিনেমায় অভিনয়ের জন্যে কোর্টনি কফি নাকি মোটামুটি বাংলা ভাষা আয়ত্ব করে নিয়েছে ইতিমধ্যে।
ঢাকা ছাড়াও এই মুভির শুটিং হবে পরে মানিকগঞ্জ,পাবনা, এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে। বাংলাদেশের অংশের শুটিং শেষ হওয়ার পর বাকি অংশের শুটিং হবে আমেরিকায়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর