২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখোমুখি শাকিব বুবলি

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গানবাংলা টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপসের সঙ্গে বাংলার সুপার স্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলীর প্রেমের খবর চাউর হয়। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই অবৈধ প্রেমের ঘটনা প্রকাশ্যে আনেন। এরপর মুন্নি ও অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়, যে কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।

এসব গুঞ্জন যখন সামনে আসে, তখন শাকিব খান ব্যস্ত ছিলেন শুটিংয়ে। ভারতের বারাণসিতে তখন অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুটিং চলছিল। কাজের ব্যস্ততার মাঝেও শাকিবের কানে সেসব ঘটনা পৌছায়। যদিও সেসময় মুখ খোলেননি সুপারস্টার। তবে দেশে ফিরে গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন- ‘এসব নিয়ে কথা বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব। তাছাড়া আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সলিউশন হবে। হয়ত কোনো হোপ নিয়ে বলেছে। কিন্তু আমি বলেছি, আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই।’

শাকিবের এসব কথা শোনার পর বুবলীও চুপ থাকেননি। ফেসবুকে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। শাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। তিনি আরও বলেন- অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর