সেলিব্রেটিদের মধ্যে হুট করেই যেন নেতা হওয়ার আগ্রহ বেড়ে গেছে। এ দৌড়ে এগিয়ে আছেন খেলোয়াড়, গায়ক, নায়ক- নায়িকা সহ অনেকেই। কেউ দলীয় মনোনয়ন পেয়েছেন, কেউ আবার পাননি। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও তাদের মধ্যে একজন, যিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েও পাননি। চেয়েছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে, কিন্তু কোনো আসনেই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে কিছুটা হতাশ তিনি। যদিও দমে যাননি একেবারে। ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এই নায়িকা।
ইতিমধ্যে ২৭ নভেম্বর বিকেল ৩টার দিকে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার ভগ্নিপতি জামাল হোসেন।
সোমবার সন্ধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহি নিজেই। তিনি বলেন, ‘তানোর ও নাচোল দুটোই আমার এলাকা। নাচোলে বাবার বাড়ি হলেও নানীর বাড়ি সূত্রে তানোরেও আমার বাড়ি আছে। আমি দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করেছি। বিভিন্নভাবে এলাকার মানুষের সহায়তা করার চেষ্টা করেছি। তাই রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি।’
মাহিয়া মাহির জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত নাম শারমিন আক্তার নিপা মাহিয়া। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক ভিডিও বার্তায় মাহি জানান, আমি নির্বাচিত হয়ে এলাকাবাসীর মতামতকে সম্মানিত করবো।