হিরো আলম, রাখি সাওয়ান্ত এবং আরাভ খান, তিনজনেই বেশ বিতর্কিত তাদের স্ব স্ব কর্মকাণ্ডের কারণে। এবার তারা এক হয়েছেন। বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। জানিয়েছেন, বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্তের সাথে জুটি বাঁধছেন একটা সিনেমায়। জানা গেছে ছবিটি প্রযোজনা করবেন আলোচিত সমালোচিত আরাভ খান।
আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত যান হিরো আলম। সেখানেই দেখা রাখি সাওয়ান্তের সাথে। দুজনেই আরাভ খানের আমন্ত্রণে যান দুবাইয়ে।
রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে রাখি সাওয়ান্তকে উল্লাসে বলতে শোনা যায়, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। একই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যে পরিমাণ টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং করবো বলে পরিকল্পনা আছে।