শাকিব খান দরদে এত ডুবে গেছে যে সেটে মোবাইল সেট ব্যবহার করাই ভুলে গেছে।” কিন্তু কার দরদে ডুবে গেছেন বাংলার সুপারস্টার নায়ক শাকিব খান? নায়িকা সোনাল চৌহানের দরদে? নাকি থ্রিলারের গল্পে? আসলে তিনি ডুবে আছেন অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার শুটিংয়ে। এতটাই দরদ দিয়ে এ মুভির কাজ করছেন যে পুরো ইন্ডাষ্ট্রির আগ্রহটাই বেড়ে গেছে আসন্ন এই মুভিটার প্রতি।
বাংলার নায়ক শাকিব খানকে দেখা গেছে বেনারসে। সাথে সুন্দরী নায়িকা সোনাল চৌহান। তারা এখন ব্যস্ত আছেন সুন্দর লোকেশনে রোমান্টিক সিকোয়েন্সের প্রয়োজনে। কিন্তু সিনেমাটিকে কেবল রোমান্টিক বলে ছেড়ে দিলে হবে না। গল্প শুনে যতটা বুঝতে পেরেছি- ‘হোয়াট এ থ্রিল! হোয়াট এ রোমান্টিক! এবং হোয়াট এ কম্বিনেশন অব রোমান্টিক থ্রিল।’ আমি নিশ্চিত যারা এই মুভিটা দেখবে তাদের থান্ডার না হয়ে উপায় থাকবে না!!
দীর্ঘদিন যাবৎ শাকিব খান সিনেমার গল্প বাছাইয়ের ক্ষেত্রে বেশ এক্সপেরিমেন্ট করছেন। যেমন নাম্বার ওয়ান শাকিব খানের শাকিব শিকারী-তে এসে হয়ে গেছেন ভিন্ন শাকিব খান; আবার সাম্প্রতিক সুপারহিট মুভি প্রিয়তমাতে এসে তার লুক হয়ে গেছে পুরোপুরি ভিন্ন; আর এবার নিঃসন্দেহে এই থ্রিলার রোমান্টিক একশন মুভি দরদ-এ তাকে একেবারেই ভিন্ন ইমেজে পাবে দর্শক।
শুধু গল্প নির্বাচন নয়; নায়িকা নির্বাচনেও ভিন্ন জুটি গড়তে দেখা গেছে তাকে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে টালিউডের নায়িকা শুভশ্রী; শ্রাবন্তি; ইধিকার সাথে কাজ করেছেন এই নায়ক। আর এবার করছে সোনাল চৌহানের সাথে।
সোনাল চৌহান মূলত কাজ করেন তেলেগু ছবিতে। জন্নত ছবি দিয়ে হিন্দি ছবিতেও কাজ শুরু করেছেন; আর এবার করছেন বাংলা ছবিতে। ছবিতে শাকিব খান আর সোনাল চৌহান ছাড়াও রাহুল দেব; পায়েল সরকার সহ বাংলাদেশ এবং ভারতের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীই কাজ করছেন।
এ ছবির জোরের জায়গা গল্পে। দরদ- একটা সাইকোপ্যাথের প্রেমের গল্প। সুতরাং বলাই যায় গল্পে নতুনত্ব পাবে দর্শক। শাকিব- চৌহানের জুটির রসায়ন ভালোই কাজ করছে। এখন দেখা যাক; ছবি মুক্তির পর দর্শক কিভাবে নেয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিটিকে।