২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যেসব তারকা এবার আওয়ামী লীগের নমিনেশন পেলেন

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

তিনজন তারকা এবার নমিনেশন পেয়েছে আওয়ামী লীগ থেকে। আবার বাদ-ও পড়েছে এক ঝাঁক তারকা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার মনোভাবও ব্যক্ত করেছে কেউ কেউ।

আসুন জেনে নিই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনজন তারকা এবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন, তারা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর, চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ এবং সংগীতশিল্পী মমতাজ বেগম। এর আগে আসাদুজ্জামান নূর ও মমতাজ অবশ্য আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে এমপি নির্াচিত হয়। সে বিবেচনায় নায়ক ফেরদৌস হচ্ছেন একজন ফ্রেসার যিনি এবারই প্রথম নৌকার টিকিট পেলেন।

নীলফামারী-২ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান নূর ও মানিকগঞ্জ-২ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ। অন্যদিকে  ঢাকা-১০ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের টিকিট পেলেন চিত্রনায়ক ফেরদৌস।

এখন দেখার বিষয় নায়ক ফেরদৌস ভোটারদের ভোটে সত্যি সত্যি নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারেন কিনা। পাশাপাশি বিগত সাংসদ আসাদুজ্জামান নূর কিংবা কন্ঠশিল্পী মমতাজ ভাগ্যের শিকে ছিঁড়তে পারেন কিনা ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর