২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী মৌনী- দিশা কি তবে সমকামী!!

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি দেখে বোঝার উপায় নেই যে তারা ছবিতে পোজ দিচ্ছেন, নাকি প্রেম করছেন! সবাই জানে বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং দিশা পাটানি একে-অপরের চোখের মণি। ঘনিষ্ঠজনেরা তাই তাদের  ‘মাণিকজোড়’ বলেও সম্বোধন করেন। অবস্থা এমনই যে ফ্রিটাইমে সময় কাটানো, ঘুরতে যাওয়া, শপিং করা , সবেতেই দিশা-মৌনী একসঙ্গে। তবে এবার বেড়াতে ঘুরতে গিয়ে যা করেছেন দুজনে তা নিয়েই উঠেছে নানান গুঞ্জন।

সম্প্রতি থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন দিশা, মৌনী। চুটিয়ে মজা করেছেন। এরই ফাঁকে পোস্ট সোশাল সাইটে পোস্ট করেছেন একের পর এক ছবি-ভিডিও। সেসব দেখেই চোখ কপালে ওঠার জোগাড়।  কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বা বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে দুজনকে। একটা ছবিতে তো দুই নায়িকাকে একসঙ্গে দেখা গেল বাথটাবেও।
পরনে অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনি। চোখে রোদচশমা। যা দেখেই নেটিজনদের প্রশ্ন, আপনারা কি সমকামী?

কিছু ছবিতে একে-অপরের কাছাকাছি এসে স্নানঘরের আয়নায় মুহূর্ত বন্দি করছেন। মৌনী-দিশার এহেন সেলফি দেখে নেটপাড়ার একাংশ হইচই শুরু করে দিয়েছে। একজন মন্তব্যকারী প্রশ্ন করেছেন, আপনারা কবে বিয়ে করছেন বলুন তো? কেউ কেউ আবার স্পষ্ট জানতে চেয়েছেন, আপনারা যে সমকামী, এটা আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করবেন? এখন সময়ের অপেক্ষা। দেখা যাক, এসব প্রশ্নের উত্তরে মৌনী- দিশা কি মন্তব্য করেন!!

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর