গুঞ্জনটা অনেকদিনের। বলিউড ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে কয়েক মাস ধরেই চলছে কানাঘুষা। বিষয় ঐশ্বরিয়া- অভিষেক। জানা যাচ্ছিলো বচ্চন পরিবারে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে অভিষেকের। ইতিমধ্যে এটা প্রকাশ্যে আসে। দেখা গেছে অমিতাভ বচ্চন তার সম্পত্তি ছেলে-মেয়ের মধ্যে ভাগবভাগিও করে দিয়েছেন। ওদিকে ছেলের বউ ঐশ্বরিয়া থাকছেন আলাদা।
কেন বাড়লো এই দূরত্ব?
২০০৭ সালে অভিষেক- ঐশ্বরিয়ার বিয়ে হয়। ১৬ বছরের দাম্পত্য জীবন তাদের। এরপর থেকে চলছিল ভালোই। কিন্তু হঠাৎ করেই, গত কয়েক মাস ধরে পুরনো সেই চিত্র পাল্টে গেছে একেবারে। তাদের দুজনকে আর পাশাপাশি কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। বরঞ্চ একে অপরকে ছাড়াই হাজির হচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে।শুধা তাই নয়, বচ্চন পরিবারের অন্য কারও সঙ্গেই আর দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।
ওদিকে গত ১ ডিসেম্বর ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার জন্য বিশেষ এই দিদনটি ঘিরেও নীরব ছিল বচ্চন পরিবার। এর মাঝে আবার অভিষেক বচ্চনের হাতে থাকা বিয়ের আংটিও আর দেখতে পাওয়া যাচ্ছেনা। এটা নিয়েও কানাঘুষার অন্ত নেই। সবাই বলবাবলি করছেন, তাহলে কি আসলেই ভাঙতে যাচ্ছে তাদের সংসার? একেবারেই কি তবে আলাদা হয়ে যাচ্ছেন ঐশ্বরিয়া?
ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন অবশ্য আগেও উঠেছে কয়েকবার। তবে প্রতিবার সেই গুঞ্জনকে মিথ্যা বলে প্রমাণ করেছেন তারা। তবে আগের গুঞ্জনের সময়ে অভিষেককে কখনোই তার বিয়ের আংটি খুলতে দেখা যায়নি। বলা চলে বিগত ১৬ বছরে এই প্রথম অভিষেকের বিয়ের আংটি খোলার মত ঘটনা ঘটলো। এসব নিয়ে অবশ্য এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি বচ্চন পরিবার কিংবা ঐশ্বরিয়াকে।