ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। সিনেমা করে যতটা না আলোচনায় থাকেন, তারচে বেশি আলোচনা হয় তার অদ্ভূত সব কর্মকান্ড নিয়ে। মাঝেমাঝে এমন সব মন্তব্য ছোড়েন যে, চলে আসেন আলোচনার শীর্ষে। এই যেমন সম্প্রতি একটি সেলিব্রেটি শোতে হাজির হয়ে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করেন এই নায়ক, পাশাপাশি করেন তার সাথে শাকিবখানের তুলনামূলক আলোচনাও।
জায়েদ খান নিজের সম্পর্কে বলেন, ‘আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন। তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।