২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ■ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন ফ্রেডি

||

বিনোদন গল্প.কম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’তে ফ্রেডি চরিত্রে রূপদানকারী অভিনেতা দীনেশ ফাডনিশ চলে গেছেন গতকাল রাতে।

যকৃতের জটিলতা নিয়ে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। ইন্ডিয়ার সিআইডি ধারাবাহিকের ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার দেয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়ের দৌলত নগর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে।

মারা যাওয়ার পর দীনেশ ফাডনিশের মরদেহ প্রথমে তাঁর মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে দয়ানন্দ শেঠিসহ ‘সিআইডি’ ধারাবাহিকের বেশির ভাগ শিল্পীই হাজির হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী নয়না ও মেয়ে তানুকে রেখে গেছেন। দীনেশ ফাডনিশ ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডিতে ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করেছেন। ৯০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল এই সিআইডি। এটিকে বলা হয় টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিক, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও এর জনপ্রিয়তা ছিল ভীষণ।

সিআইডি ছাড়াও বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। এর মধ্যে আমির খান অভিনীত ‘সারফারোশ’ ও হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ অন্যতম।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর